নারায়ণগঞ্জ, পাবনা ও দিনাজপুরে তিনজন খুন
																
								
							
                                - আপডেট সময় : ০২:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
 - / ১৫৬৩ বার পড়া হয়েছে
 
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে সুমন নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে হাবিবুল্লাহর সাথে সুমনের দুধ কেনা নিয়ে ঝগড়া হয়। এ সময় উত্তেজিত হয়ে দুলাভাই হাবিবুল্লাহ শ্যালক সুমনের বুকে ছুরি দিয়ে আঘাত করে। পরে সুমনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাবিবুল্লাহকে আটক করা হয়েছে।
পাবনার চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খাদিজা খাতুনকে হত্যার অভিযোগ উঠেছে। জড়িত সন্দেহে মামাতো ভাই আহসান হাবীবকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে খাদিজাকে নিয়ে যায় আহসান হাবীব। অনেক খুঁজে রাতে বাড়ির অদূরে নির্মাণাধীন একটি বাড়িতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
এদিকে, দিনাজপুরের হিলিতে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই রুহুল আমিনের আঘাতে বড়ভাই মুক্তার নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগমও গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
																			
																		














