নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। বিস্ফোরক আইনে নারায়ণগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ।
মামলায় ১০ জনকে গ্রেফতার দেখিয়ে গতকাল সন্ধ্যায় আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত তা না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠান।
কাল রিমান্ড শুনানির দিন ধার্য করেছে আদালত। এর আগে নিহত শাওনের ভাই মিলন একটি হত্যা মামলা করেন। জানা গেছে নারায়ণগঞ্জের এ ঘটনায় আলাদা দুই মামলায় প্রায় ১০ হাজার জনকে আসামি করা হয়েছে।
এরমধ্যে সংঘর্ষে নিহত শাওন প্রধানের ভাইয়ের করা মামলায় প্রায় পাঁচ হাজার আর পুলিশ বাদী হয়ে করা মামলায় ৭১ জনের নামোল্লেখসহ আরও প্রায় পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।