নারায়ণগঞ্জে আরমান শরীফ হত্যা মামলার আসামীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ব্যবসায়ী আরমান শরীফ হত্যা মামলার আসামী শাহ সোহাগ রনির দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বাবা ডাঃ মঞ্জুরুল হক। তিনি জানান, ২০১৫ সালের ১১ নভেম্বর মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান প্রার্থী শাহ সোহাগ রনির নেতৃত্বে সন্ত্রাসীরা প্রকাশ্যে আরমানকে কুপিয়ে হত্যা করে। হত্যার সাত বছর হলেও আসামীরা জামিনে ঘুরছেন। একইসঙ্গে মামলা তুলে নিতে হুমকি দেয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। মামলাটির সুষ্ঠু তদন্ত করে দ্রুত আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন সরকার ও প্রশাসনের কাছে।





















