নারায়ণগঞ্জের রূপায়ন টাউনের আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ের রূপায়ন টাউনের আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম উসমানের নেতৃত্বে এ অভিযানে চুক্তি ভঙ্গ করে অবৈধ গ্যাস ব্যবহার ও বৈধ সংযোগের বকেয়া বিল থাকায় ৭’শ ৭৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রূপায়ন রিয়েল স্টেট প্রতিষ্ঠানে বৈধ ২’শ ৫২টি আবাসিক গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সাথে চুক্তি হয় তাদের। সেটি ভঙ্গ করে আরো ৫’শ ২২টি অবৈধ গ্যাস সংযোগ দেয় তারা। এছাড়া, বৈধ লাইনে ৫৩ লাখ টাকা বকেয়া রয়েছে বলে জানান তিতাসের প্রকৌশলী।