নারায়ণগঞ্জের রূপগঞ্জে মমতাজ বেগম নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৭১২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মমতাজ বেগম নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
সকালে উপজেলার মাসাবো এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। মৃত গৃহবধূ মুন্সিগঞ্জ জেলার গাঁওদিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে। তারা ওই এলাকার মজিবর মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী রঞ্জু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।