নারায়ণগঞ্জের গোপালদী বাজারে তিনটি স্বর্ণের দোকানে ডাকাতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৭০৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী বাজারে তিনটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।
পুলিশ জানায়, রাতে গোপালদী বাজারে কারিগররা দোকান খুলে কাজ করছিলো। এসময় নৈশ প্রহরীদের বেঁধে ফেলে ২০/২৫ জনের ডাকাত দল। অস্ত্র হাতে হানা দিয়ে কারিগরদের মারধর করে স্বর্ণলংকার লুট করে। চিৎকার শুনে পাশের গোপালদী বাজার ফাঁড়ি থেকে পুলিশ আসে। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় ডাকাদের গুলিতে গোপালদী ফাঁড়ির এএসআই সোহরাব হোসেন গুলিবিদ্ধ হয়।