নারদ নদের দু’পাড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা

- আপডেট সময় : ০৬:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নাটোরের নারদ নদের প্রশস্ততা অনুযায়ী ব্রিজ কালভার্টগুলো ছোট এবং ব্রিজের তলদেশ উঁচু হওয়াসহ নদের দু’পাড়ে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় অবৈধ স্থাপনা। এতে করে নদের পানি প্রবাহ বন্ধ হয়ে মরে গেছে নদটি। ২০০৯-১০ অর্থবছরে ৭ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে নারদ নদের ৩৬ কিলোমিটার পুনঃ খনন করা হয়। নদটির প্রাণ ফিরিয়ে আনার দাবী নাটোরবাসীর।
রাজশাহীর চারঘাটের পদ্মা নদীর শাখা মুসা খাঁ নদী থেকে সৃষ্ট নাটোরের ঐতিহ্যবাহি নারদ নদ। নাটোর জেলার দীর্ঘ পথ অতিক্রম করে নদটি সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কিন্তু কালের বিবর্তনে মরে গেছে এই নারদ নদ। নদের দুই পাড়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফলে দূষিত বর্জে নদ ভরাট হওয়া ছাড়াও পরিবেশ দূষণ হচ্ছে। এলাকাবাসী জানান, এই নদটি আগে অনেক চওড়া ছিলো, এখন নদটি প্রভাবশালীদের দখলে।
অবৈধ দখলদারদের মধ্যে অনেকেই বলেন, প্রতি শতাংশ জমি ৪০ হাজার টাকা করে কিনেছেন তারা ।নাটোর জেলা প্রশাসক জানালেন, বর্তমান সরকারের নির্দেশনা রয়েছে অবৈধ দখলদারদের উচ্ছেদের। করোনার জন্য অভিযান বন্ধ রয়েছে। অল্প সময়ের মধ্যই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নারদ নদকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে।
অবৈধ স্থাপনাসহ সকল প্রতিবন্ধকতা দূর করে নারদের পানি প্রবাহ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা নাটোরবাসীর।