নাব্য হ্রাস পাওয়ায় সিলেটে অল্প বৃষ্টিতে প্লাবিত লোকালয়

- আপডেট সময় : ০৩:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
নদীর তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের নদী খনন ও প্রতিরক্ষা বাঁধ টেকসই করার দাবিতে সোচ্চার কুশিয়ারা পাড়ের মানুষ। উজানের পানির সঙ্গে প্রতিনিয়ত ভেসে আসা পলি-বালু নেমে ভরাট হয়ে গেছে নদী। নাব্য হ্রাস পাওয়ায় অল্প বৃষ্টি আর উজানের ঢল মিলে প্লাবিত হয় লোকালয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন নদীর তীর রক্ষায় পৃথক প্রকল্প গ্রহণ ও খননের উদ্যোগ নেয়া হচ্ছে।
১৬১কিলোমিটার দৈর্ঘ্যের কুশিয়ারা নদীর উৎপত্তি ভারতের উত্তরপূর্বাঞ্চল আসামে। বরাক নামে নাগা পাহাড় ও মণিপুর রাজ্য হয়ে জকিগঞ্জ সীমান্ত দিয়ে সুরমা ও কুশিয়ারার প্রবাহিত হচ্ছে বাংলাদেশে।
জকিগঞ্জের অমলসিদে বরাক মোহনা থেকে কুশিয়ারা নামে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ,ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, রাজনগর, মৌলভীবাজার সদর, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ আজমীরিগঞ্জ ও সুনামগঞ্জে জগন্নাথপুর, দিরাই হয়ে দিলালপুরের কাছে মেঘনায় মিলেছে।
বর্তমানে এই নদীতে বর্ষাকালে পানি থাকে ১০ মিটার। শুকনো মৌসুমে কোথাও কোথাও দেখা যায় হাঁটু পানি। উজান থেকে নেমে আসা পলি এর জন্য দায়ী। সম্প্রতি বন্যার পরপরই নদীর তলদেশ খনন করে পানির ধারণ ক্ষমতা বাড়ানো ও দুই তীর সংরক্ষণের দাবি উঠেছে।
বন্যা থেকে রক্ষা পেতে নদী খনন করার বিকল্প নেই বলে জানালেন এই পরিবেশবিদ
কুশিয়ারার বন্যা প্রতিরক্ষা বাঁধ রক্ষায় ৪শ ৯৩ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
কুশিয়ারা নদীর খনন কাজ বাস্তবায়ন হবে আর দুই তীররে জনবসতি বন্যার তান্ডব থেকে রক্ষা পাবে এমন প্রত্যাশা এ অঞ্চলের মানুষের।