নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলেনা

- আপডেট সময় : ০৪:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম গেলে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলেনা। পিছিয়ে পরা বার্সার মান বাচিয়েছেন আতোয়ান গ্রিজম্যান। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে দ্বিতীয় লেগে ন্যু-ক্যাম্পে মাঠে নামবে কাতালান শিবির। এদিকে, ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ৩ গোলে হেরে বিদায়ের দারপ্রান্তে চেলসি। জোড়া গোল করেছেন সার্জ গ্যানাব্রি।
ফুটবল ইতিহাসে সমৃদ্ধ দুই দল। চ্যাম্পিয়ন লিগে প্রথমবারের মতো মুখোমুখি বার্সেলোনা-নাপোলি। শেষ তিন নকআউটেই শেষ ষোলতে আটকা পড়া ইতালিয়ানরা সান পাওলোতে ছিলো প্রত্যয়ী। প্রথমার্ধের নিয়ন্ত্রণটাও ছিলো স্বাগতিকদের।
ম্যাচের ত্রিশ মিনিটে, দ্রিয়েস মের্তেন্সের বিস্ময় গোলে, এগিয়ে যায় নাপোলি। এক আসরে নাপোলির হয়ে সবচেয়ে বেশি ছয় গোল বেলজিয়ান তারকার।
খানিক পরে কস্তাস মানোলাস দারুন এক সুযোগ পেয়েও ব্যবধান দ্বিগুন করতে ব্যর্থ।
৬৭ ভাগ বলের দখল–অথচ পোস্টে মাত্র দুই শট নিতে পেরেছিলো বার্সেলোনা। যার একটি আবার বার্সা ঘুরে দাঁড়ানো গোল, ৫৭ মিনিটে।
হাইভোল্টেজ ম্যাচের উত্তাপে মাথা ঠিক রাখতে পারেননি আর্তুরো ভিদাল। ফাবিয়ান রুইজকে ফাউলের পর ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন চিলির মিডফিল্ডার।
আর তিন হলুদ কার্ডের কারনে ১৮ মার্চের ফিরতি লেগে সার্জিও বুসকেটসকেও পাবে না বার্সেলোনা। তবে, একটি অ্যাওয়ে গোলে সুবিধা ঠিকই পাবে লিওনেল মেসিরা।
রাউন্ড অব সিক্সটিকের আরেক ম্যাচে চেলসিকে হারের তিক্ততা দিয়েছে বায়ার্ন মিউনিখ। যদিও ঘরের মাঠে প্রথমার্ধে বাভারিয়ানদের সঙ্গে ব্লুজদের লড়াইটা ছিলো সমানে সমান।
বিরতির পর সার্জ গ্যানাব্রির তিন মিনিটের ঝড়ে লন্ডভন্ড চেলসি। স্পার্সের জালে চার গোল দেয়া গ্যানাব্রি ব্লুদের দিয়েছেন দুটি।
৭৬ মিনিটে রবার্ট লেবানডফস্কির গোলে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ। আরলিং হ্যালান্ডকে টপকে ১১ গোল নিয়ে এবারের আসরের টপ স্কোরার এই পোলিশ।
ফিরতি লেগে পাহাড় টপকানোর চ্যালেঞ্জ নিয়ে মিউনিখে যাবে নতুনদের নিয়ে গড়া ল্যাম্পার্ডের চেলসি।