নানা সমস্যা ও ভোগান্তির মধ্যেই চলছে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল

- আপডেট সময় : ০৫:১৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
নানা সমস্যা ও ভোগান্তির মধ্যেই চলছে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের চিকিৎসা সেবা। একদিকে জ্বালানী তেলের বরাদ্দ না থাকায় সরকারি সব আম্বুলেন্স বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়ছেন রোগীরা। অন্যদিকে চাহিদা অনুযায়ী রোগীরা পাচ্ছেন না ওষুধ। পরীক্ষা-নিরীক্ষাও করতে হচ্ছে বাইরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে। কাঙ্খিত সেবা না পেয়ে চরম ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। সংশ্লিষ্টরা বলছে, চাহিদা জানানো হলেও, মন্ত্রণালয় অর্থাভাবে বরাদ্দ না দেয়ায় সমস্যার সমাধান হচ্ছে না।
জয়পুরহাট ও আশপাশের জেলা-উপজেলা থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার রোগী চিকিৎসা নিতে আসেন জেলা হাসপাতালে। গাদাগাদি করে ভর্তি থাকেন প্রায় সাড়ে ৩শ’ রোগী। বেড না পেয়ে ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। সামান্য কিছু ওষুধ হাসপাতালে পেলেও বেশীরভাগই বাইরে থেকে কিনতে হয় রোগীদের।
প্যাথলজিস্ট যন্ত্রাংশ থাকলেও অধিকাংশ পরীক্ষা বাহিরের ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টারে করতে হচ্ছে রোগীদের। জ্বালানীর বরাদ্দ না থাকায় ১ মাস ধরে হাসপাতালের ৪টি অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ। এ সুযোগে বাহিরের অ্যাম্বুলেন্স গুলো ইচ্ছে মতো ভাড়া আদায় করছে। এতে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন রোগীরা। কাঙ্খিত সেবা পেয়ে ক্ষুদ্ধ মানুষ।
ভক্সপপ: রোগী ও তাদের স্বজন।
কর্তৃপক্ষের নির্দেশে অ্যাম্বুলেন্স গুলো বন্ধ রাখা হয়েছে, বললেন হাসপাতালের ড্রাইভাররা।
ভক্সপপ: সরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভার ও প্রাইভেট অ্যাম্বুলেন্স ড্রাইভার।
জ্বালানী তেলের বরাদ্দ না থাকায় অ্যাম্বুলেন্স বন্ধ থাকার কথা জানিয়ে হাসপাতাল তত্ত্বাবধায়ক বলেন, চাহিদা জানানো হয়েছে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সমস্যা সমাধান হবে।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ১০০ শয্যার হাসপাতালের জনবল দিয়েই উন্নীত ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।