নানা কর্মসূচিতে সারাদেশে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন

- আপডেট সময় : ০৫:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
কেক কাটা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচিতে সারাদেশে শেখ রাসেলের ৫৮তম জন্মদিবস উদযাপিত হচ্ছে। স্থানীয় প্রশাসনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো দিনটি উদযাপন করছেন।
নানা আয়োজনে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত হয়েছে।
সিলেট ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। পরে পুরষ্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা জানানো হয় শেখ রাসেলের জন্মদিনে। জন্মদিনের কেক কাটার আয়োজন হয় গোপালগঞ্জে।
ময়মনসিংহের নান্দাইলে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন ছিলো সেখানে।
দিবসটিতে ভিক্ষুক পূর্ণবাসনের কাজ হাতে নিয়েছে মানিকগঞ্জ উপজেলা প্রশাসন। তাল গাছের চারা রোপণ, দোয়া মাহফিলে পালিত হয় শেখ রাসেল দিবস।
প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধায় কুষ্টিয়ায় উদযাপিত হয় শেখ রাসেলের জন্মদিন। কেক কাটার পর আয়োজন ছিলো আলোচনা সভার। পটুয়াখালী পৌরসভার হলরুমে দোয়া মোনাজাত ও কেক কেটে দিবসের শুভ সূচনা হয়। নাটোরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে দিনাজপুরে শুরু হয় শেখ রাসেলের জন্মদিনের আয়োজন। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগ নেয় দিনব্যাপী রক্তদান কর্মসূচির।
ব্রাহ্মণবাড়িয়া, জামালপুরে স্থানীয় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সারাদিনে চলে শ্রদ্ধা জানানোর আয়োজন।
গাইবান্ধায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে শেখ রাসেল দিবস ও তার জন্ম দিন।
সকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
এছাড়াও সাতক্ষীরা, কুড়িগ্রাম, মাদারীপুর, শেরপুর, রাঙ্গামাটি, পাবনা, যশোর ও কুষ্টিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।