নানা কর্মসূচিতে দেশজুড়ে জেল হত্যা দিবস পালন করছে আওয়ামী লীগ

- আপডেট সময় : ০১:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নানা কর্মসূচিতে দেশজুড়ে জেল হত্যা দিবস পালন করছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
জেল হত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সকাল ৭টায় দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো কর্মসূচিতে অংশ নেন ।
দিনটিতে বগুড়া জেলা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে সকালে সংগঠন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুসহ চার নেতার প্রতিকৃতিতে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসবভনের সামনে জাতীয় ৪ নেতার অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
……………………….যথাযথ মর্যাদায় ময়মনসিংহেও পালিত হচ্ছে জেল হত্যা দিবস। সকালে দিবসটি উপলক্ষে নগরীর কলেজ রোডে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।