নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে এসএ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী

- আপডেট সময় : ০৭:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৯৫২ বার পড়া হয়েছে
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা, কম্বল বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপন করা হচ্ছে–এসএ টিভি’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। এসব অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ উপস্থিত হন জেলার গণ্যমান্য ব্যক্তিরা। সবাই এসএটিভির বস্তুনিষ্ঠ সংবাদ এবং বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানমালার প্রশংসা করে আরো সাফল্য কামনা করেন।
সাথে আছি সবসময়’ এই স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে আশুলিয়ায় পালিত হলো বাংলাদেশের সর্বাধুনিক প্রযুক্তির টেলিভিশন চ্যানেল এসএ টিভির ১০ম বর্ষে পদার্পন উৎসব। দিনভর আনন্দ রেলী, কেক কাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়। এসময় সাভার-আশুলিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পর্যটন নগরী কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এস এ টিভির দশম বর্ষে পদার্পণ উৎসব শেষ হয়েছে। দেশের সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর এই টেলিভিশন চ্যানেলের নবম বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এসএ টিভির ৯ম জন্মদিন উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। জেলা প্রতিনিধির উদ্যোগে রাতে গাইবান্ধার নতুন ব্রীজ সংলগ্ন ঘাঘট পাড় সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
নওগাঁয়ও জনপ্রিয় টেলিভিশন এসএটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। এসময় নওগাঁর সিনিয়র সাংবাদিকসহ জেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গসহ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
১০ম বর্ষে পদার্পণের আনন্দ ভাগাভাগি করতে পটুয়াখালীর দ্বীপ এলাকা রাঙ্গাবালীর চরমোন্তাজে “জলে জন্ম, জলে মৃত্যু” খ্যাত জনগোষ্ঠীর শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে শীতকালীন পিঠা উৎসব। এসময় এসএ টিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। পরে নৌকার বসবাসরত মান্তা সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে এসএটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা পরিচালনা করেন এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ। এসময় বক্তারা এসএ টিভির আরও সাফল্য কামনা করেন। পরে কেক কাটা হয়।
সারা দেশের মত মুন্সীগঞ্জের বিক্রমপুর প্রেসক্লাব মিলনায়তনে এসএটিভির জন্মদিনে আলোচনা সভা হয়। কেক কেটে অনুষ্ঠান উদ্ধোধন করেন, মুন্সীগঞ্জ -২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
“সাথে আছি সব সময়” এই স্লোগানে এসএ টিভি’র ৯ম বর্ষ পেরিয়ে ১০ম বর্ষে পদার্পন উপলক্ষে ফেনীর ছাগলনাইয়ায় রেলী, আলোচনা সভা ও কেক কেটে জম্মদিন উদযাপন করা হয়।
নোয়াখালীতেও এসটিভির ৯ম জন্মদিন উপলক্ষে সকালে প্রেসক্লাব সভাকক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্হানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীপক জ্যোতি খিশ্যা, জেলা সিনিয়র তথ্য কর্মকতা আবদুল্লাহ আল মামুনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।
দশ বছরে পদার্পণ উপলক্ষে বরগুনা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদি হাসান, বরগুনা পৌরমেয়র কামরুল আহসান মহারাজ, এসএ টিভির বরগুনা জেলা প্রতিনিধি তালুকদার মোঃ মাস্উদ, সাংবাদিক মোশাররফ হোসেনসহ সুশিল সমাজের ব্যক্তিরা।
মাগুরায় প্রতিবন্ধী শিশুদের সাথে নিয়ে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে এসএটিভির জন্মদিন পালন করা হয়।
এছাড়াও- ঝিনাইদহ, দিনাজপুর, ঝালকাঠি, জামালপুর, রাঙামাটি, ফরিদপুর, চাপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এস এ টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।