নানা অজুহাতে বোতলজাত এলপিজি’র মূল্য বাড়িয়ে মানুষের সাথে প্রতারণা করছে কোম্পানিগুলো

- আপডেট সময় : ০৮:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ডলার সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা অজুহাতে বোতলজাত এলপিজি’র মূল্য বাড়ানোর কারসাজি বন্ধের আহ্বান জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, কোম্পানি বাড়ালে খুচরা পর্যায়ে প্রভাব পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ ভোক্তারা। বাজার স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার। আর কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ– ক্যাব বলছে, খোঁড়া অজুহাতে অন্যায়ভাবে দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করছে কোম্পানিগুলো।
গত দু’মাস ধরে বোতলজাত এলপিজি’র দাম লাগামহীনভাবে বেড়ে চলছে। সরকার নির্ধারিত মূল্য ১২৩৫ টাকা হলেও কোম্পানি গুলো ডিলারদের কাছে বিক্রি করছে ১২৬০ টাকায়। আর খুচরা বাজারে একেকটি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৩শ থেকে ১৪শ টাকায়।
কি কারণে বাড়ছে কারা বানিয়েছে, পিছনের কারিগর বা কারা -খুঁজে বের করতে, এলপি গ্যাস উৎপাদনকারী, বাজারজাতকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে নিজ কার্জালয় মতবিনিময়ের আয়োজন করে জাতীয় ভোক্তা আধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এতে অংশ নিয়ে খুচরা বিক্রেতারা বলছে, বাজারজাতকারী কোম্পানিগুলোই তাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করছে।
ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ডলারের দাম বৃদ্ধি, পরিবহন খরচ সহ নানা অজুহাতে, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করার কথা বলছে, এলপিজি, বাজারজাত করা কোম্পানিগুলোর প্রতিনিধিরা।
ক্যাব বলছে, সরকারের নির্দেশনা লঙ্ঘন করে দাম বাড়িয়ে দেয়া ভক্তদের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।
আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলছে, এর পিছনে বড় ধরনের কোন ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
দেশে প্রায় ৩০ লাখ পরিবার এলপিজি ব্যবহার করছে, বিধি লঙ্ঘন করেই দাম বাড়িয়ে দেয়া বরদাস্ত করা হবে না বলেও হুশিয়ারি দেন সফিকুজ্জামান।