নানক দেবের ৫৫০ তম জন্মবার্ষিকীকে ঘিরে বর্ণিল সাজে সেজেছিল ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দির
- আপডেট সময় : ১০:৩৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
শিখ সম্প্রদায়ের প্রথম ধর্মগুরু নানক দেবের ৫৫০ তম জন্মবার্ষিকীকে ঘিরে বর্ণিল সাজে সেজেছিল ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দির। গুরু নানক জয়ন্তী উৎযাপনকে ঘিরে সেখানে ভীড় করেছিলেন শিখ সম্প্রদায়ের সব বয়সের নারী ও পুরুষ।
গুরু নানক দেবের ৫৫০ তম জন্মবার্ষিকী উৎযাপনকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছিল ভারতের স্বর্ণ মন্দিরকে। প্রতি বছর দিবসটি পালন হলেও এবার ‘গুরু নানক জয়ন্তী’ নামে তা পালন করা হয়।
পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত এই স্বর্ণ মন্দির শিখ সম্প্রদায়ের অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে গণ্য হয়ে থাকে। শিখদের মতে, ১৪৬৯ সালে কার্তিক মাসের পূর্ণিমার রাতে গুরু নানক জন্মগ্রহণ করেন। সেই রাতকে স্মরণে মঙ্গলবার আতশবাজিতে ভরে ওঠে স্বর্ণ মন্দিরের আকাশ। আগতরা প্রার্থণা, মোমবাতি প্রজ্জ্বলনের মতো নানা ধর্মীয় আচারে সারারাত ব্যস্ত থাকেন। গুরু নানকের হাত ধরে ১৫ শতকে পাক-ভারত সীমান্তবর্তী পাঞ্জাবেই শিখ ধর্মের উৎপত্তি।




















