নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি

- আপডেট সময় : ০৪:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ১৫০৬ বার পড়া হয়েছে
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে প্রবল বৃষ্টির মধ্যে গার্ডদের বেঁধে কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করেছে মুখোশধারী ডাকাতরা। ৯০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
নাটোর সদর উপজেলার লেঙ্গুরিয়া এলাকায় ১৯৮২ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান নাটোর চিনিকল লিমিটেড। মিলে দৈনিক আখ মাড়াইয়ের ক্ষমতা ১ হাজার ৫০০ মেট্রিক টন এবং বার্ষিক উৎপাদনের ক্ষমতা ১৫ হাজার মেট্রিক টন হলেও নানান সমস্যার কারণে প্রতিবছর লোকসানের সম্মুখীন হয়। এরমধ্যে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার রাতে একদল ডাকাত কারখানায় ট্রাক নিয়ে প্রবেশ করে, অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে। পরে তাদের বেঁধে মিল হাউজ, ওয়ার্কসপ, মেকানিক্যাল, ইলেকট্রিক ও ল্যাবরোটরি অফিসের মূল্যবান যন্ত্রপাতি লুট করে। স্থানীয়রা জানান, ডাকাতিকালে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। বৃষ্টির সুযোগে নিরাপত্তা দুর্বলতার সুযোগ নেয় ডাকাতরা। ঘটনার পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রাথমিকভাবে ৯০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে ধারণা এ কর্মকর্তার।
দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশ সুপার।
তদন্ত ও দায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে প্রশাসন। কারখানার স্বাভাবিক কার্যক্রম, যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সতর্ক রয়েছে কর্তৃপক্ষ।