নাটোরে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৫৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
নাটোরে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে মনিরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে রেব।
সকালে রেব- এর নাটোর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। প্রেস ব্রিফিংয়ে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, দুই অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে দয়ারামপুরের নিজ বাড়ী হতে মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। মনিরুল ইসলাম এইচএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন। তিনি পেশায় একজন ঔষধ বিক্রেতা হলেও নিজেকে সেনাবাহিনীর সিএমএইচ, ঢাকায় করণিক পদে কর্মরত আছেন বলে পরিচয় দিতেন এবং ওই পরিচয় ব্যবহার করে বিভিন্ন পদে চাকুরী দেওয়া প্রলোভন দেখিয়ে যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন।গ্রেফতারকৃত মনিরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
























