নাটোরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে নেতা-কর্মীদের সংঘর্ষ

- আপডেট সময় : ১২:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ ও সাংবাদিক সহ অন্তঃত আহত হয়েছে ২০ জন। সকাল ১০ টায় শহরের আলাইপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।
কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মিরা একত্রিত হয়ে বিএনপি নেতা দুলুর সহধর্মিনী ছাবিনা ইয়াসমিন ছবির নেতৃত্বে বিক্ষোভ ও সমাবেশ শুরু হয়। পুলিশ জানাচ্ছে, নেতাকর্মীদের শান্তিপূর্ণ সমাবেশ করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে উঠে হামলা চালায়। পরিস্থিতি শান্ত করতে লার্ঠিচাজ শুরু করলে দলের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশের ওপর আবারো ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান ও সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়। কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।