নাটোরে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে জাতীয়তাবাদী কৃষক দলের স্মারকলিপি পেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে নাটোর জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল।
সকালে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের হাতে এই স্মারকলিপি তুলে দেন নাটোর জেলা কৃষক দলের নেতারা । এই স্মারকলিপিতে মধ্যস্বত্বভোগী ও সুবিধাভোগীদের কাছ থেকে ধান না কিনে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল নাটোর জেলা শাখার আহবায়ক মজিবুর রহমান , যুগ্ম আহ্বায়ক কাজী বাবলুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

























