নাটোরে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে নাটোরে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের হাফরাস্তা এলাকা থেকে মিছিল বের হয়ে শহরের এনএস সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে কটুক্তি করেন। পরোক্ষভাবে মৃত্যুর হুমকি দিয়েছেন বলে অভিযোগ এনে নিন্দা ও প্রতিবাদ জানান তারা। সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ আরো অনেকে।