নাটোরে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
নাটোরে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। মামলার বিরণে জানা যায়, আতিক হাসান এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন। সে প্রস্তাবে রাজি না হলে ২০১৪ সালের ১০ আগস্ট সকালে প্রাইভেটে যাওয়ার সময় ওই কিশোরীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরীর চাচা আমিরুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চার্জশিট প্রদানের পর সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক চারজনকে যাবজ্জীবন সাজা দেন। জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেয়া হয়।