নাটোরের লালপুরে গণধর্ষণ মামলায় ৭ জন গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে গণধর্ষণ মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে তোলা হয়। লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার জানান, মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার ওয়ালিয়ার ফুলবাড়ী গ্রামে এক নারী গণধর্ষণের শিকার হন। নারীর চিৎকারে এসময় আশেপাশের লোকজন চারজনকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। পরে ঐ নারী ১৪ জনকে অভিযুক্ত করে একটি ধর্ষণ মামলা করেন। দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।