নাটোরে মার্কেটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভীড়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে নাটোরের মার্কেটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভীড় লেগেই রয়েছে।
সরকারী নির্দেশনা মেনে শপিংমলসহ সকল বিপণী বিতান খোলা হলেও নাটোরের কোন মার্কেটেই মানা হচ্ছে না বিধিনিষেধসহ সামাজিক দূরত্ব। ক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে মার্কেট খোলা পেয়ে তারা পরিবার পরিজনসহ ঈদের কেনাকাটা করতে এসেছেন। যদি সরকার আবার দোকানপাট বন্ধের ঘোষণা দেয়, তাহলে কেনাকাটা হবে না। তাই তারা আবার মার্কেট বন্ধের আশংকায় আগেই এসেছেন পোশাকসহ অন্যান্য জিনিসপত্র কিনতে। দোকান মালিকরা বলছেন, তারা শত চেষ্টা করেও ক্রেতাদের বিধিনিষেধ মানাতে পারছেন না। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করেও ভীড় নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন।