নাটকীয় জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
নাটকীয় জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। মিরাজ-আফিফের ক্যারিয়ার সেরা ইনিংসে প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা।
চট্টগ্রামে ২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে আফগান পেসার ফজল হক ফারুকির বোলিং তোপে পড়ে বাংলাদেশ। লিটন দাসকে দিয়ে শুরু এরপর ফারুকি পেসে কাটা পড়েছেন তামিম, মুশফিক ও অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি। দলের বিপদে হাল ধরতে পারেননি সাকিব-মাহমুদউল্লাহও। তবে, হাল ছাড়েননি মিরাজ ও আফিফ হোসেন। সপ্তম উইকেটে এ দুইয়ের রেকর্ড ১৭৪ রানের জুটিতে জয় পায় বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে আফিফ অপরাজিত ছিলেন ৯৩ রানে। ৮১ রানে সঙ্গী মেহেদি মিরাজ। এর আগে, মোস্তাফিজ, সাকিব, শরিফুল ও তাসকিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২১৫ রানে অলআউট হয় আফগানিস্তান। সর্বোচ্চ নজিবুল্লাহ জাদরান করেন ৬৭ রান। মোস্তাফিজ তিন, দুটি করে উইকেট ভাগাভাগি করেছেন সাকিব, শরিফুল ও তাসকিন আহমেদ।










