নাগরিক ও রাষ্ট্রের যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় পুলিশ এড়াতে পারে না : আইজিপি
- আপডেট সময় : ০৯:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
নাগরিক ও রাষ্ট্রের যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় পুলিশ এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বাহিনীর প্রধান- ড. বেনজীর আহমেদ। সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। গেলো বছর দায়িত্ব পালনকালে ১শ’ ৩৮ জন পুলিশ সদস্য জীবন দিয়েছে বলেও জানান তিনি। নিহতদের অনুদান দ্রুত বুঝিয়ে দিতে প্রক্রিয়াটি ডিসি থেকে এসপিদের হাতে ন্যস্ত করারও দাবি জানান পুলিশ প্রধান।
পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকার মিরপুর পুলিশ স্টাফ কলেজ মিলনায়তনে ২০২১ সালে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ১শ’ ৩৮ জনসহ মোট ৩৪৬ জন পুলিশ সদস্যের পরিবারবর্গকে স্বীকৃতি স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। আর বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন ও নিহত পুলিশ সদস্যের স্বজনরা
করোনা ও কর্তব্য পালনকালে পরিবারের একমাত্র অভিভাবককে হারিয়ে দুঃসহ যন্ত্রণার মাঝে দিনাতিপাত করার কথা জানান স্বজনরা।
দায়িত্ব পালনকালে আত্মদানকারী পুলিশ সদস্যদের দক্ষতা ও মহানুভবতার কথা স্মরণ করে পুলিশ মহাপরিদর্শক তাদের অনুদানের টাকা দ্রুত ছাড় করতে পদ্ধতিগত জটিলতা নিরসনের দাবি জানান।
সঙ্কট মোকাবিলায় পুলিশ সদস্যদের আরো দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেন বাহিনীর প্রধান ড. বেনজীর।










