নাগরিকত্ব কেড়ে নেয়া জন্য নয়, দেয়ার জন্যই সংশোধিত নাগরিকত্ব আইন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
নাগরিকত্ব কেড়ে নেয়া জন্য নয়, দেয়ার জন্যই সংশোধিত নাগরিকত্ব আইন করা হয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সকালে কলকাতার বেলুড় মাঠে দেয়া বক্তব্যে এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন, সিএএ নিয়ে তরুণ প্রজন্মকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এসময় তিনি এই আইন নিয়ে জনসাধারণের ভ্রান্তি দূর করার জন্য যুব সম্প্রদায়কেই এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে শনিবার কলকাতায় পৌঁছিয়ে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেন মোদি। এ সময় সিএএ নিয়ে পিছু হটার কোনও প্রশ্নই নেই বলে জানান মোদি। পরে বিকেলে রাজভবনে একান্ত আলোচনায় বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় সিএএ এবং এনআরসি নিয়ে প্রধানমন্ত্রীকে নিজের অভিযোগের কথা জানান মততা।