নাইজেরিয়ার একটি গির্জায় পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
নাইজেরিয়ার একটি গির্জায় পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। কয়েক’শ মানুষের সমাগমের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, ভোরে গির্জায় খাবার নিতে আসেন শতাধিক মানুষ। জনসমাগমের চাপে একটি গেট ভেঙে যায়। প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও জানান, কিছু লোক সেখানে আগে থেকেই ছিলেন। কেউ কেউ ধৈর্যহীন হয়ে ছুটতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হতাহতের বেশিরভাগই শিশু। এদিকে, দুর্ঘটনায় আহতদের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।