নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে উপলক্ষ করে মুজিববর্ষে বিএনপি দেশে বিশৃঙ্খলা করতে চায় : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে উপলক্ষ করে মুজিববর্ষে বিএনপি দেশে বিশৃঙ্খলা করতে চায়। এমন অভিযোগে করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পিরোজপুরের জেলা দায়রা জজকে বদলির ঘটনা এবং বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার কর্মকাণ্ডে সরকার বিব্রত নয় জানিয়ে– এসব অপরাধের সাথে দলের কেউ জড়িত থাকলে তাদেরও ছাড় না দেয়ার কথাও জানান তিনি। সকালে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ ব্রিফিং-এ এসব কথা বলেন ওবায়দুল কাদের।
মুজিব বর্ষের আয়োজন ও নির্বাচন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং এ– তিনি বলেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ইস্যুনির্ভর রাজনীতি করছে। পিরোজপুরে বিচারক বদলির ঘটনা বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিষয় উল্লেখ করে, দলীয়ভাবেও বিষয়টি খতিয়ে দেখার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পাশাপাশি পাপিয়া কান্ডসহ সব অপরাধের বিরুদ্ধে দলে শুদ্ধি অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি।
ঢাকা-১০ সংসদীয় আসনে উপনির্বাচনের সমন্বয়ক হিসেবে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।