নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড়

- আপডেট সময় : ০১:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ১৯৩৬ বার পড়া হয়েছে
বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠছে নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলো। ঈদ ঘিরে নতুন রাইডসহ সংযোজনের পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয়েছে নরসিংদীর একমাত্র বৃহৎ ড্রিম হলিডে পার্ক।
নরসিংদীর একমাত্র চিত্তবিনোদন কেন্দ্র ‘ড্রিম হলিডে পার্ক’। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে দর্শনার্থীর উপস্থিতি বাড়তে থাকে। তবে বৃষ্টির কারণে সে উপস্থিতি অনেক কম।
বিনোদন পার্কে ঘোরার পাশাপাশি বৃষ্টিও তাদের আনন্দ দ্বিগুণ করেছে এমন অনুভূতি জানালেন দর্শনার্থীরা।
ভূতের বাড়ি, স্কাই ট্রেন, এয়ার বাইসাইকেল, বাম্পার কারসহ মজাদার সব রাইডসে চড়ে আনন্দিত শিশুসহ সব বয়সী মানুষ। পার্কটিতে পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলী টানেলসহ বেশ কিছু স্থাপনাও দর্শনার্থীদের মন কেড়েছে।
প্রতি বছরই পার্কটির আধুনিকায়নের কাজ করা হচ্ছে বলে জানান পার্ক কর্তৃপক্ষ।
দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি বিবেচনায় রেখে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।