নরসিংদীতে ভোটের প্রচারের পাশাপাশি আলোচনায় গণভোট
- আপডেট সময় : ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
নরসিংদীতে আসন্ন নির্বাচনকে ঘিরে দলীয় ভোটের প্রচারের পাশাপাশি এখন সবচেয়ে বেশি আলোচনায় গণভোট। তবে বাস্তব চিত্র বলছে, নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো পরিস্কারভাবে জানে না গণভোট কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ।
নরসিংদীতে নির্বাচনের পরিবেশ দিনে দিনে সরগরম হয়ে উঠছে। তবে, এবার দলীয় প্রতীকের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে গণভোট। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, গণভোট হলো জনগণের সরাসরি মত প্রকাশের সুযোগ। গণভোটের পক্ষে ব্যাপক প্রচারণা থাকলেও সাধারণ মানুষের একটি বড় অংশ এখনো বিভ্রান্ত।
সচেতন নাগরিকদের মতে, গণভোট সফল করতে হলে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজকেও মাঠে নামতে হবে।
বিভিন্ন রাজনৈতিক দল ও দলের প্রার্থীরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে মাঠে নেমেছেন। সবার মুখে একই দাবি—হাদী হত্যার বিচার নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে।
রাজনৈতিক দলগুলো হ্যাঁ ভোটের পক্ষে একমত হলেও বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষের কাছে গণভোটের অর্থ ও গুরুত্ব পরিষ্কারভাবে তুলে ধরা।



















