নরসিংদীতে বেতন বোনাসের দাবিতে পাঁচদোনা- টঙ্গীতে সড়ক অবরোধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
নরসিংদীতে বেতন বোনাসের দাবিতে পাঁচদোনা-টঙ্গি সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পাকিজা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান- মমটেক্স হোম ফ্যাশনের শ্রমিকরা।
সকালে পাঁচদোনা টঙ্গি সড়কের জাঙ্গাল গ্রামে অবস্থিত মমটেক্স হোম ফ্যাশন ফ্যাক্টরির পাশে সড়কে এই বিক্ষোভ হয়। এতে সকাল নয়টা থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান থেকে ঠিকমত বেতন বোনাস পাচ্ছে না। কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছেমত কিস্তি আকারে অল্প অল্প করে টাকা দিচ্ছে। এ অবস্থায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করে। এদিকে সড়ক অবরোধ তুলে নিতে ঘটনাস্থলে আসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা। পরে দ্রুত শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের আশ্বাসে দীর্ঘ ৬ ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দেয় শ্রমিকরা।