নয়াদিল্লির ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ১৮৫৪ বার পড়া হয়েছে
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার সন্ধ্যায় এই বিস্ফোরণের কবর পেয়ে ডগ স্কোয়াড, ক্রাইম টিম, বোমা ডিসপোজাল স্কোয়াড,ফরেনসিক ল্যাবরেটরির বিশেষজ্ঞসহ দিল্লি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এনডিটিভি বলছে, দূতাবাস থেকে মাত্র কয়েক মিটার দূরে ইসরায়েলি রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি খুঁজে পেয়েছে পুলিশ। চিঠির সঙ্গে মোড়ানো একটি পতাকাও পাওয়া গেছে। এসব চিঠিটি জব্দ করা হয়েছে। বিস্ফোরণের পর ওই এলাকায় অনুসন্ধান করে বিভিন্ন আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।