নভেল করোনা ভাইরাস শুধু প্রাকৃতিক নয়, নৈতিক রোগও: সিরাজুল ইসলাম চৌধুরী

- আপডেট সময় : ০৮:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বিশ্বের ক্ষমতাবান গোষ্ঠীর কর্তৃত্ববাদী মনোভাবের কারণে প্রযুক্তিগত উন্নয়ন হয়ে ওঠে বিষাক্ত, ডেকে আনে ধ্বংস। এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, নভেল করোনা ভাইরাস শুধু প্রাকৃতিক নয়, নৈতিক রোগও। তাই বৈষম্য এবং দূষণে ভরা পৃথিবীকে বাসযোগ্য করতে তরুণদের সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি । এ সময় করোনা ইস্যুতে আতংক নয়, জনসচেতনতা গড়ে তুলতে তরুনদের কাজ করার আহ্বান জানান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সাহসিকা নুসরাত, তুমিই যুক্তি, তুমিই প্রতিবাদ। এমন শ্লোগানকে সামনে রেখে ইউসিবি পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ এর আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। পুরস্কার বিতরনীতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম। তবে বিশ্বজুড়ে আতঙ্কের কারণে আলোচনা ছাপিয়ে উঠে আসে করোনা ভাইরাস প্রসঙ্গ।
মেধা ও সৃজনশীলতা দিয়ে বর্তমান বিশ্বকে বাসযোগ্য করতে তরুণদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক না ছড়িয়ে করোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান।
পরে বিতর্ক প্রতিযোগিতায় যৌথ ভাবে বিজয়ী ইডেন মহিলা কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।