নভেম্বর-ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবেঃ শিক্ষামন্ত্রী

- আপডেট সময় : ০২:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নভেম্বর-ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমণি। তবে করোনার পরিস্থিতিতে পরীক্ষা নেয়া সম্ভব না হলে অ্যাসাইনমেন্ট ও পূর্বের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানান মন্ত্রী। এরমধ্যে এসএসসিতে ২৪টি ও এইচএসসিতে নৈর্বচনিক বিষয়ে ৩০টি অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের।
২০২১ শিক্ষা বর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রক্রিয়া তুলে ধরতে বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সংক্ষিপ্ত সিলেবাসে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মন্ত্রী বলেন, বাংলা, ইংরেজি, গণিত এমন আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়গুলোর ওপর পরীক্ষার্থীদের কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না।
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের ১২ সপ্তাহে বিভাগ ভিত্তিক তিনটি বিষয়ে ২৪টি অ্যাসসাইনমেন্ট করতে হবে। আগামী ১৮ জুলাই থেকে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে। আর এইচএসসি পরীক্ষার্থীদের ১৫ সপ্তাহে বিভাগ ভিত্তিক নির্বাচিত তিনটি বিষয়ের ৬টি পত্রে ৩০টি অ্যাসাইনমেন্ট দেয়া হবে।
এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা দুটিতে এ বছর পরীক্ষার্থী সংখ্যা প্রায় ২৬ লাখ।