নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অফিস সহকারীকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৯২৯ বার পড়া হয়েছে
অর্থ আত্মসাতের অভিযোগে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অফিস সহকারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।
গতকাল বিকেলে দুদকের দিনাজপুর জেলা কাযার্লয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে অভিযানে নবাবগঞ্জ কর্মস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদকের মামলার অভিযোগে বলা হয়, গ্রেফতার ব্যক্তিরাসহ আরও দুই জনের যোগসাজসে ডেঙ্গু কিট, হাসপাতালের চেয়ার, টেবিল, পর্দাসহ বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের নামে ৫ লাখ ১৪ হাজার ২২০ টাকা আত্মসাৎ করেন।গ্রেফতারকৃতরা হলো নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল ইসলাম ও অফিস সহকারী সমর কুমার দেব।
























