নববর্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে বেড়েছে দর্শণার্থীর ভিড়

- আপডেট সময় : ০৩:৫৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / ১৫৭০ বার পড়া হয়েছে
খ্রিষ্ট নববর্ষকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে বেড়েছে দর্শণার্থীর ভিড়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিনই টুঙ্গিপাড়া আসেন হাজার হাজার দর্শণার্থী। আর আগতদের নিরাপত্তাসহ সুযোগ সুবিধার দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া পৌর মেয়র।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা-বাবার কবরের পাশে শায়িত আছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতার স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
২০০১ সালের ১০ জানুয়ারি ৩৮ একর জমির ওপর ১৭ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর যতই দিন গড়িয়েছে ততই বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আর সেই সাথে শিক্ষা সফরে হাজার হাজার দর্শণার্থী পরিবার পরিজন ভীড় করেন।
শুধু শ্রদ্ধা নিবেদনই নয়, শিক্ষা সফরে মাধ্যমে আসা শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা দেখে বঙ্গবন্ধু সম্পর্কেও জানতে পারছেন।
বঙ্গবন্ধুর সমাধিতে আসা পর্যটকদের নিরাপত্তাসহ সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে বলে জানান পৌর মেয়র।
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে এসে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর সম্পর্কে যেমন জানতে পারছেন তেমনি হাজারো মানুষের পদচারণায় পাল্টে যাচ্ছে অঞ্চলের আর্থ-সামাজিক চিত্র ।