নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ

- আপডেট সময় : ০২:০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ। মহামারির কারণে গত বছরের মতো এবারও মৃত্যুবার্ষিকী ঘিরে তেমন কোনও আনুষ্ঠানিকতা নেই। তবে সীমিত আকারে পরিবার ও ভক্তরা দিনটিকে স্মরণ করবে নানা আয়োজনের মধ্যদিয়ে।
প্রতিবারের মতো সকাল থেকে তাঁর ভক্তরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে আসেন নুহাশপল্লীর লিচু তলায়। করোনা ঝুঁকিতে স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতা থাকায় দূরদূরান্তের লেখক ভক্তরা নুহাশপল্লীতে না এলেও লেখককে স্মরণ করছেন, নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমুরা। গণপরিবহনের চাপে নুহাশপল্লীতে যেতে পারেননি হুমায়ুনের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার সন্তানেরা। নেত্রকোনায় শোক রেলী, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন এই গল্পের জাদুকর। ওই বছরের ২৩ জুলাই তাঁর মরদেহ আনা হয় দেশে। পরদিন নুহাশপল্লীর বৃষ্টিবিলাসের পাশে সমাহিত করা হয়। সৃষ্টিশীল কাজে বরাবর আশাবাদ ও জীবনের ইতিবাচক দিক ফুটিয়ে তুলতে পারদর্শী ছিলেন বাংলাসাহিত্যের এই কর্ণধার।