নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন আজ

- আপডেট সময় : ০৬:২৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন আজ। বাংলা সাহিত্যাঙ্গনে কিংবদন্তী এক নাম হুমায়ূন আহমেদ। লেখার জাদুতে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নাটক ও চলচ্চিত্র নির্মাণেও সফল ভিন্ন ধারার প্রবর্তক তিনি। গান রচনায়ও হয়ে আছেন কালজয়ী গীতিকবি। জন্মেছিলেন ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে। গাজীপুরে হুমায়ুন আহমেদের গড়া নুহাশপল্লীতে নানা আয়োজনে পালিত হলো তার জন্মদিন।
হুমায়ূন আহমেদ। তিনি গল্পের জাদুকর। তাঁরই ৭২তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এদিনে নেত্রকোণায় জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখক। বাবা ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুনের ছেলে হুমায়ন কীর্তি রেখেছেন শিল্প-সাহিত্যর বেশিরভাগ শাখাতেই।
এদিকে, নানা আয়োজনরে মধ্য দিয়ে নেত্রকোনায় আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও সাংস্কৃতকি অনুষ্ঠানে উদযাপিত হয় তার জন্মদিন। হিমু পাঠক আড্ডার আয়োজনে বের হয় শোভাযাত্রা।
বাংলা সাহিত্য, নাটক, চলচ্চিত্র ও গান পালাবদলের এ কারিগরের ৭৩তম জন্মবার্ষিকীর শুরুতে গেলো রাতে লেখকের সমাধিতে ১ হাজার ১টি মোমবাতি জ্বালানো হয়। সকালে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লেখকের পরিবার।
ভালোবাসা ও শ্রদ্ধায় আজীবন লেখককে স্মরণ করে যাবেন বলে জানান ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীরা। এসময়ে উপস্থিত ছিলেন নুহাশপল্লীর স্টাফরাও। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা সাহিত্যের এই কিংবদন্তী।