নদী দখল ও দূষণরোধে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নদী দখল ও দূষণরোধে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। চট্টগ্রামের কর্ণফুলী এবং ঢাকার চারপাশের চারটি নদী দখল ও দুষণমুক্ত করতে একটি কমিটিও গঠন করার হয়েছে।
রোববার সচিবালয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম একথা জানান। তিনি বলেন, পদ্মা-মেঘনা-পুংলি নদীর দখল দুষণরোধে আরেকটি মাস্টার প্ল্যান করা হয়েছে। নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে এই পরিকল্পনায় ধীরে ধীরে এগিয়ে যাবে সরকার। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকার খালগুলো দখল রোধে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। বাকী খালগুলো দখল ও দুষণমুক্ত করে পাড় বাঁধাইয়ে কাজ করা হবে। বুড়িগঙ্গাকে দুষণমুক্ত করে নান্দনিকভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি কাজ শুরু হয়েছে বলে জানান, স্থানীয় সরকার মন্ত্রী।