নতুন স্বপ্নে অলিম্পিক যাত্রা ৬ বাংলাদেশী প্রতিযোগির

- আপডেট সময় : ০৭:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
নতুন স্বপ্নে অলিম্পিক যাত্রা এই স্লোগান নিয়ে টোকিও অলিম্পিকে যাচ্ছে বাংলাদেশের ৬ প্রতিযোগি। অ্যারচারী, অ্যাথলেটিকস, শ্যূটিং ও সুইমিং এই ৪ ডিসিপ্লিনে লড়বেন রোমান সানা-আব্দুল্লাহ হেল বাকীরা।
বৈশিক করোনার এক বছরের যাত্রা বিরতি দিয়ে আবারও মাঠে ফিরছে স্পোর্টসের বিগেস্ট ইভেন্ট টোকিও অলিম্পিক গেমস। পূর্ব ঘোষিত সূচিতেই ২৩ জুলাই থেকে জামানের টিকোতেও বসছে ৩২তম আসরের। ১৫ দিনের মহাযজ্ঞের পর্দা নামবে ৮ আগস্ট। ৬ প্রতিযোগী ও অন্যান্য কর্মকর্তাসহ বাংলাদেশ থেকে ১৮ সদস্যের দল যাবে দেশটিতে। প্রতিযোগিদের সাথে টোকিও অলিম্পিক নিয়ে এবার ভালো কিছুর আশাবাদি বাংলাদেশ অলিম্পিকস এসোসিয়েশন। ১৬ জুলাই থেকে ধাপে ধাপে টোকিও উদ্দেশ্যে দেশ ছাড়বেন রোমান সানারা। এবারের আসরে অংশ নিবে ২০৬টি দেশ। ১১ হাজার দুই’শ ৩৮ জনেরও বেশি প্রতিযোগি অংশ নিবে আসরে। করোনায় সর্বোচ্চ সতর্কতায় আয়োজকরা।