নতুন বছরে ব্যস্ত থাকবে বিশ্ব ক্রীড়াঙ্গন

- আপডেট সময় : ০৯:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নতুন বছরে ব্যস্ত থাকবে বিশ্ব ক্রীড়াঙ্গন। বহুল আলোচিত-সমালোচিত কাতার বিশ্বকাপ এ বছর। একই বছর বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। বাংলাদেশ ক্রিকেট দলের জন্যও দম ফেলার সুযোগ নেই ২০২২ সালে। তাই বাংলাদেশের ফুটবল ও ক্রিকেট দর্শকদের জন্যও কাঙ্ক্ষিত বছর ২০২২।
বিদায় নিয়েছে ২০২১। নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ব। যে বছরটা একাধিক মাল্টি স্পোর্টস ইভেন্টে ভরপুর।
২০২২ সালে দম ফেলার সুযোগ নেই বাংলাদেশ ক্রিকেট দলের। বছরের প্রথম দিনেই নিউজিল্যান্ডের সাথে টেস্ট দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততা। যে সফর থেকে ফিরেই ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর বিপিএলে মাতবেন মুশফিক, মমিনুলরা।
বিপিএল শেষ হতেই ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে থাকছে ঘরের মাঠে ৩ ওয়ানডে ও দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। এরপর মার্চে পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ পাড়ি জমাবে দক্ষিণ আফ্রিকায়।আপস….
টাইগারদের পরের গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এই দুই দলের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আয়ারল্যান্ডের সাথে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়া যাবে দল। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর টি-টুয়েন্টি বিশ্বকাপের উন্মাদনায় মাতবে ক্রিকেট বিশ্ব। ব্যস্ত সূচিতে এরপরই বাংলাদেশ সফরে আসবে ভারত। যদিও সফরের সূচী এখনও চূড়ান্ত হয়নি।
ফুবটল বলেও আছে চমক। গ্লোবাল ইভেন্টের সবচেয়ে বড় আসর, ফিফা ওয়ার্ল্ড কাপ আছে এই বছরে। নভেম্বর-ডিসেম্বরে গ্রেড শো অন আর্থ আয়োজন করবে কাতার।
জানুয়ারিতে উইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন থাকছে বাংলাদেশের। মার্চে নিউজিল্যান্ডে বসবে নারী বিশ্বকাপের আসর, প্রথমবার অংশ নেবে বাংলাদেশ। একই বছর ২০২২ সালকে পূর্ণতা দিবে উইন্টার অলিম্পিক, ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ, নারী ইউরো, আফ্রিকান নেশন্স কাপের মতো ইভেন্টগুলো।