১০ জেলায় নতুন করে ৩৩ জন করোনা রোগী শনাক্ত

- আপডেট সময় : ০২:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, বগুড়া, মৌলভীবাজার, ময়মনসিংহ, মানিকগঞ্জ, সাভার, গাইবান্ধা ও হবিগঞ্জসহ ১০ জেলায় নতুন করে ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষার পর করোনা আক্রান্ত আরো ৪ জন রোগী শনাক্ত হয়েছে। রাত ১০ টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্তদের ৩ জনের বাড়ি চট্টগ্রামে, একজন অন্য জেলার।
বগুড়ায় নারী ও শিশুসহ নতুন করে সাতজন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১২ জন করোনায় আক্রান্ত হল। আক্রান্তদের মধ্যে বগুড়ার নন্দীগ্রামে ১২ বছরের এক মেয়ে শিশু ও শাজাহানপুরে ২৭ বছরের এক নারী রয়েছে।
গেলো ২৪ ঘন্টায় মৌলভীবাজারের কুলাউড়ায় এক পুলিশ ও এক নারী চা শ্রমিকসহ দুইজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত দু‘জনের বাড়ি কুলাউড়া উপজেলায়।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৬৫ জনের করোনা আক্রান্ত হলো। নতুন ৮ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১ চিকিৎসকসহ ৭ জন স্টাফ এবং সদরের ভাটিকাশর এলাকার ১ জন রয়েছে।
মানিকগঞ্জের সিংগাইরের ১১ মাসের এক শিশু এবং সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার করোনা আক্রান্ত হয়েছে। শিশুটির পরিবার বর্তমানে সাভারে অবস্থান করছে এবং চিকিৎসক এখন ঢাকার মোহাম্মদপুর নিজ বাসায় আইসোলেশনে আছেন।
সাভারে গেলো ২৪ ঘন্টায় নতুন করে আরও এক গৃহবধু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ঘটনায় রাতেই ওই এলাকা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
গাইবান্ধার সাদুল্যাপুরের ধাপেরহাট হিংগার পাড়া গ্রামে ঢাকা ফেরত এক পোশাক কর্মীর শরীরে করোনা রোগ সনাক্ত হয়েছে। কয়েকদিন আগে ওই মহিলা ঢাকা থেকে অসুস্থ অবস্থায় সাদুল্যাপুর নিজ বাড়িতে ফেরেন।
হবিগঞ্জে নতুন করে আরো ৫ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। বুধবার রাত সোয়া ১০টায় সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮-তে।