নতুন করে করোনায় আক্রান্ত পাঁচজন, মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জন

- আপডেট সময় : ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দেশে নতুন করে করোনায় আক্রান্ত পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জন। দুপুরে মহাখালীতে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, নতুন আক্রান্ত পাঁচজনই পুরুষ। এদের বয়স ৩০ থেকে ৬০ বছর। একজন বিদেশ-ফেরত। তিনজন অন্য রোগীর সংস্পর্শে আক্রান্ত। আর একজনের বিষয়ে অনুসন্ধান চলছে। করোনা পরীক্ষায় নতুন ল্যাব বাড়ানো হয়েছে জানিয়ে, ঢাকা থেকে গ্রামে ফেরাদেরও হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন সেব্রিনা ফ্লোরা।
করোনাভাইরাস; বৈশ্বিক মহামারিতে বাড়ছে মৃত্যুর মিছিল। এরই মধ্যে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে চার লাখ ৭১ হাজারের বেশি মানুষ।
দেশে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানাতে, অনলাইন ব্রিফিং করেন আইইডিসিআর পরিচালক। জানান, করোনা সন্দেহে গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা পরীক্ষায় নতুন ৫ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
করোনার পরীক্ষায় আইইডিসিআরের পাশাপাশি নতুন ল্যাব বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা থেকে যারা গ্রামে ফিরেছেন, তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন আইইডিসিআর পরিচালক।
করোনা প্রতিরোধে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।