নড়াইলের লোহাগড়ায় মাছের আড়তে খাজনার নামে ২০ লাখ টাকা চাঁদা আদায়

- আপডেট সময় : ০৪:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়ায় ব্যক্তি মালিকানাধীন জায়গায় গড়ে ওঠা মাছের আড়ত থেকে খাজনার নামে চাঁদা নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মাছ ব্যবসায়ীরা। পৌর এলাকার আলামুন্সীর মোড়ে গড়ে ওঠা ওই মাছের আড়ত থেকে এ বছর ২০ লাখ টাকার বেশি চাঁদা নেয়া হয়েছে। খাজনার নামে চাঁদা আদায়ের নেপথ্যে রয়েছে লোহাগড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মিলু শরীফ। অবশ্য মিলু শরীফ এসব অভিযোগ অস্বীকার করেছেন।
নড়াইল-ঢাকা মহাসড়কের পাশে লোহাগড়া পৌরসভার আলামুন্সীর মোড়ে প্রায় তিন বছর আগে মাছের আড়তটি গড়ে ওঠে। জেলার বিভিন্ন এলাকার ঘের মালিকরা ও মৎস্যজীবিরা সকালে শত শত মন মাছ নিয়ে এই বাজারে উপস্থিত হন। বহির্ভূতভাবে খাজনার নামে ২০ লক্ষাধিক টাকা দাবি করেন স্থানীয় বিএনপি নেতা । ব্যবসায়ীরা ইজারার কাগজ-পত্র দেখাতে বললেও কোন বৈধ কাগজ দেখাতে পারেনি। তারপরও ভীতসন্ত্রস্ত ব্যবসায়ীরা বাধ্য হয়ে ২০ লাখের বেশি টাকা মিলু শরীফের প্রতিনিধিদের হাতে তুলে দেয়।
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে এই বিএনপি দাবি করেন, তিনি মাত্র সমন্বয়কের ভূমিকা পালন করেছেন।
লোহাগড়া পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মিথুন মৈত্র জানান, নিয়মনীতি মেনে লোহাগড়া ৭টি বাজার ইজারা দেয়া হয়েছে। যা বিগত সময়ে ইজারা দেয়া হত। কারো ব্যক্তিগত যায়গা ইজারা দেয়া হয়নি বলে জানান এই কর্মকর্তা।
বাংলা ১৪৩২ সালে লোহাগড়া পৌরসভার ৭টি বাজার ইজারা দেয়া হয়। এর মধে মাছের বাজার ইজারা দেয়া হয় ১৬ লাখ টাকায়।