নগর ভবনে সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছে ইশরাক সমর্থকরা

- আপডেট সময় : ০৩:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ১৫১৭ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে সেবা কার্যক্রম বন্ধ করে দিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা।
ইশরাককে মেয়রের দায়িত্ব দেয়ার দাবিতে সকাল ১১টা থেকে নগর ভবনের সামনে অবস্থান নেন তাঁরা।এর আগের দিন, রোববারও একই দাবিতে আন্দোলন চলায় কার্যত অচল ছিল নগর ভবনের সব কার্যক্রম। নগর ভবনের প্রধান ফটকে ঝুলতে দেখা গেছে তালা, কর্মরত ছিলেন না কোনো কর্মকর্তা বা কর্মচারী।নির্বাচন কমিশনের গেজেটে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেয়ার ২২ দিন পার হলেও এখনও তার শপথ অনুষ্ঠানের কোনো আয়োজন হয়নি। এই বিলম্বকে উদ্দেশ্যমূলক বলে দাবি করছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, আদালতের রায়ের পরও মেয়রের দায়িত্ব না দিয়ে সরকার পরিকল্পিতভাবে সময়ক্ষেপণ করছে।
ইশরাকের সমর্থক এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সাধারণ বাসিন্দারা টানা পঞ্চম দিনের মতো এই কর্মসূচি পালন করছেন।