নওগাঁ শহরে আশঙ্কাজনক ভাবে বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
নওগাঁ শহরে ব্যাটারিচালিত অটোরিকশা সংখ্যা আশঙ্কাজনক ভাবে বাড়ছে। এ ছাড়া সড়কের উপরে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। আর সড়কের দুপাশে যেখানে সেখানে গাড়ি থামিয়ে ওঠানামা করানো হয় যাত্রী। ফলে অস্বাভাবিক যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিদিন।
এমন যানজটের কারণে ভোগান্তি পোহাচ্ছে শহরবাসী। সমস্যা সমাধানের কোন উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। মেয়র বলছেন, সকাল হলেই আশেপাশের এলাকা থেকে গাড়িগুলো শহরে প্রবেশ করে। ফলে তীব্র যানজট তৈরি হয়। তবে যানজট নিরসনে পৌরসভার পাশাপাশি পুলিশ প্রশাসন কাজ না করলে শহর কে যানজট মুক্ত করা সম্ভব না। অন্যদিকে পুলিশ বলছে, অটোরিকশা গুলোর লাইসেন্স দেন পৌর কর্তৃপক্ষ। তারা ইচ্ছে করলেই এই সমস্যার সমাধান করতে পারে। দ্রুত এমন সমস্যার সমাধান চেয়েছেন শহরবাসী।