নওগাঁয় স্থগিত হওয়া জনসভা ১২ জানুয়ারি করবে জেলা বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
১৪৪ ধারা জারির কারণে নওগাঁয় স্থগিত হওয়া জনসভা ১২ জানুয়ারি করবে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে তারা। বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে এ সভা ডেকেছে বিএনপি।
দুপুরে বিএনপি’র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান বলেন, ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে শহরের নওজোয়ান মাঠ এক জনসভার আয়োজন করা হয়। কিন্তু, সভা বানচালের চেষ্টায় একই সময় একই মাঠে যুবলীগ কর্মসূচি ঘোষণা করলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। অনুমতি না পেয়ে কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে জনসভা স্থগিত করে জেলা বিএনপি।একই দাবিতে আগামী ১২ জানুয়ারি জনসভার জন্য শহরের তিনটি স্থান ব্যবহারের অনুমতি চেয়ে আবারও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। এই জনসভা সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।