নওগাঁয় স্ত্রী হত্যার ১০ দিন পর পলাতক স্বামী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহারে স্ত্রী হত্যার ১০ দিন পর পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ২৩ জুন রাতে উপজেলা সদরের ভাড়া বাসা থেকে স্ত্রী সুমি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে সেলিম পলাতক ছিলো। ঘটনার পর গৃহবধূর বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পরকীয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে আসামী সেলিম।