নওগাঁয় চাঞ্চল্যকর হত্যাকান্ডের অভিযোগে মুক্তিযোদ্ধাসহ ৫ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
নওগাঁয় ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যাকান্ডের অভিযোগে মুক্তিযোদ্ধাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৮ মার্চ খাইরুল ইসলাম নামে এক যুবক তার বাবা নিখোঁজ বলে জিডি করতে পোরশা থানায় আসে। এ সময় কথাবার্তায় অসঙ্গতি দেখে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে খায়রুল জানায়—সে, তার মা, বোন ও বোন জামাই মিলে খুন করেছে তাদের বাবাকে। পরে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি ড্রেনে বাবার লাশ বস্তাবন্দী করে ফেলে দেয় । তার দেয়া তথ্য অনুযায়ী বাবা আব্দুল খালেকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মা-বাবার বিবাদ মিটাতে না পেরেই তাকে খুন করা হয় বলে জানায় পুলিশ। অন্যদিকে, জেলার মান্দা উপজেলায় রামপুর গ্রামে স্বামীর নির্যাতনে স্ত্রীর হত্যার দায়ে মুক্তিযোদ্ধা জিল্লুরকে গ্রেফতার করে পুলিশ।
















