নওগাঁর মান্দা উপজেলায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
দুপুরে মান্দা উপজেলা খাদ্য গুদাম চত্বরে, এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মামুনুর রশিদ, উপজেলা কৃষি অফিসার শায়লা শারমিন, মান্দা প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলামসহ অনেকে। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক মোল্লা বলেন, সরকারি বিধি মোতাবেক কৃষক ও মিলাররা যেন খাদ্য গুদামে ধান-চাল সরবরাহ করেন।